সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নান্দাইলে ১৫ দিন ধরে লোডশেডিংয়ের দুর্ভোগ   

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে ১৫ দিন ধরে লোডশেডিংয়ের দুর্ভোগ   

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর সমগ্র বাংলাদেশকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেছেন। তারই ন্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলাকে শতভাগ বিদ্যুৎতায়ন করা হলেও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না। এতে বোরো মৌসুমে সেচ কার্যক্রমসহ স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রী, বিভিন্ন পরীক্ষার্থী, সাধারণ জনগণ ও বিভিন্ন খামারীরা পড়েছে চরম দুর্ভোগে। 

রমজানে সারাদিন রোজা রেখে প্রতিদিন সন্ধ্যায় ইফতার খাওয়া, তারাবির নামাজ পড়া ও সেহরি খাওয়ার সময়টুকু নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন মুসুল্লীরা। 

একই সাথে সুশীল সমাজের ব্যক্তি সহ নান্দাইল পল্লীবিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের নেতারাসহ জনপ্রতিনিধিরা অন্তত এই তিনটি সময়ে বিদ্যুৎ থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। 

নান্দাইল পৌর সদরসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের একই অবস্থা। সারাদিন তো বিদ্যুৎ এই আসছে, এই গেছে অবস্থা বিরাজমান। লোড শেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ জনগণ। তবে লোড শেডিংয়ের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হচ্ছে তোলপাড়। নান্দাইল পল্লীবিদ্যুৎ অফিসের বিরুদ্ধে তীব্র নিন্দার ঝড় উঠেছে। 

কিন্তু এরপরেও বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষ নিচ্ছে না কোন ব্যবস্থা। যদিও বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের লক্ষ্যে নান্দাইল উপজেলার মুশুল্লী ও কানরামপুর নামক স্থানে বিদ্যুতের গ্রিডসহ একাধিক সাব স্টেশন রয়েছে। কিন্তু কোন ধরনের কর্ণপাত না করেই লোডশেডিংয়ের বিষয়টি এড়িয়ে চলছে কর্তৃপক্ষ। 

এ বিষয়ে নান্দাইল পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তা (ডিজিএম) প্রকৌশলী বিপ্লব চন্দ্র সরকার জানান, নান্দাইল উপজেলায় যতটুকু বিদ্যুতের মেগাওয়াট প্রয়োজন ততটুকু না থাকায় লোডশেডিংয়ের মুখে পড়তে হচ্ছে। তবে শিগগিরই এ বিষয়টির সমাধান হবে বলে আশা করছি।

টিএইচ